নড়াইল-২ আসনে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভোট দিলেন আ’লীগ প্রার্থী মাশরাফী

5
109

স্টাফ রিপোর্টার

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মাশরাফী  বিন মোর্ত্তজা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভোট দিলেন। একই সময়ে এবং একই কেন্দ্রে তাঁর স্ত্রী সুমনা হক সুমিও ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভোট প্রদান করেন। তিনি ভোট প্রদানের পর এক প্রতিক্রিয়ায় বলেন, এ পর্যন্ত প্রায় ৩০টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ  অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রিতিকর ঘটনা বা ভোট কারচুপির কোনো খবর পওয়া যায়নি। এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, মাশরাফী র জন্য তরুণ ও যুবক ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছিল। প্রত্যেক কেন্দ্রেই ব্যাপকভাবে তরুণদের ভীড় লক্ষ্য করা গেছে।