স্টাফ রিপোর্টার
নড়াইল সদরের শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের ২ দিনব্যাপী (১২-১৩ জানুয়ারি) “শিশু মেলা” শুরু হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) জেলা তথ্য অফিসের আয়োজনে সদরের চন্ডিবর ইউনিয়নের শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
মেলা উপলক্ষে বিদ্যালয় চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিদ্যালয়ের আশ-পাশের এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুউদ্দিন, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্তিত ছিলেন।
শিশু মেলা উপলক্ষে জেলা তথ্য অফিসের একটি ষ্টল খোলা হয়েছে। স্টলে শিশু ও নারী উন্নয়নের সচেতনতামুলক বিভিন্ন লিফলেট বিতরণ ও এ বিষয়ে উপর প্রচার করা হচ্ছে। দুদিনব্যাপী মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, শিশু-শিক্ষক ও অভিভাবক সমাবেশ, কুইজ , কবিতা আবৃত্তি উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী, সমাপনীও সাংস্কৃতিক অনুষ্ঠান।