নিউজ ডেস্ক
সোমবার (২১ জানুয়ারি) দেশের আট জেলার ১১টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে আকস্মিক অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাগণ। এসময় হাসপাতালগুলোতে নানা অনিয়ম খুঁজে পায় দুদক। অভিযানকালে বরখাস্ত হয় মুগদা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের এক কর্মচারী।
দুদকের অভিযান চলাকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের এক কর্মচারীকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। স্ট্রেচার বিয়ারারের দ্বায়িত্বে থাকা এই কর্মচারী রোগীর স্বজনদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়কালে হাতেনাতে ধরা পড়ে দুদক টিমের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দুদকের দল বিষয়টি অবগত করলে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, ঢাকাসহ সহ আট জেলার ১১টি হাসপাতলে সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে দুদক কর্মকর্তাগণ শিডিউলড ২৩০ জন চিকিৎসকের মধ্যে কর্মক্ষেত্রে ৯২ জন চিকিৎসককে অনুপস্থিত পান। ফলে হাসপাতালে নির্ধারিত সময়ে চিকিৎসকের উপস্থিতি গিয়ে দাঁড়ায় ৬০ শতাংশ।