নিউজ ডেস্ক
নড়াইলে এক প্রসূতির হাতের শিরায় ক্যানোলা ভেঙে থেকে গেলে অবশিষ্টাংশ অপসারণ করেনি মডার্ন সার্জিক্যাল ক্লিনিকের নার্স। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে জেলা সিভিল সার্জনের কাছে ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগীর স্বজনরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন।
ভুক্তভোগীর স্বজনরা জানান, গত ২৯ জানুয়ারি শালতা গ্রামের প্রসূতি আরমিনা বেগমকে শহরের মডার্ন সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখানে তার সিজারিয়ান করা হয়। এরপর ওই ক্লিনিকে আরমিনা চিকিৎসাধীন ছিলেন।
গত ৩১ জানুয়ারি, ক্লিনিকের এক জন নার্স তার ডান হাতের ক্যানোলাটি অপসারণ করার চেষ্টা করেন। এসময় ক্যানোলাটির অগ্রভাগ ভেঙে তার হাতের শিরার মধ্যে অবশিষ্ট থেকে যায় বলে স্বজনরা দাবি করেছেন।
এরপর শিরায় থেকে যাওয়া ক্যানোলাটির অবশিষ্ট অপসারণ করতে ক্লিনিক কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু কোনো পদক্ষেপ না নিয়ে বরং তাদের হুমকি দেয়া হয়। এতে আতঙ্কিত ও ভীত হয়ে পড়েন ওই প্রসূতি নারী ও তার পরিবার।