স্টাফ রিপোর্টার
“গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯। মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম, জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদার, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম, সরকারি কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।