বিষাদ পাখি

289
16

কবিতা- ফায়েক বিশ্বাস

কিছু বিষাদ উড়ে যাক পাখি হয়ে
কিছু নীল মিশে যাক গোধূলীর রঙে
কিছু বোঝা নিয়ে যাক শ্রাবণের কালো মেঘ
কিছু স্বপ্ন ভেসে যাক বলাকার শাদা পাখায়
কিছু পলাশ ফুটুক
তোমার তপ্ত অধরে
কিছু কথা থেকে যাক হৃদয়ের কোটোরে
কিছু জাল বুনন হোক পাওয়া না পাওয়ার দোলাচালে
কিছু অশ্রু যদি আসে আসতে দাও মান অভিমান বা অনুরাগে
কিছু প্রেম হোক ভালোবাসার চাদরে
কিছু একটা তীব্র বিঁধে যাক
তোমার তৃষ্ণায়, শিরায় বা ধমনী কিংবা হৃদপিণ্ডের বাম অলিন্দয়।
আমি আছি, থেকে যেতে চাই
তোমার উর্বর শরীরের লোহিত কণিকায়!