নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালিত

7
11

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালিত হয়েছে।

শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরের আলাদাৎপুরে পিকেএস সূর্য্যের হাসি ক্লিনিকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আসাদ -উজ- জামান মুন্সি,পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ শামছুল আলম, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস, পিকেএস সূর্য্যের হাসি ক্লিনিকের জেলা কর্মকর্তা চন্দন মূর্খাজীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এ ক্যাম্পেইনে মোট ৯ শত ৮২ টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৪ হাজার ২ শত ৬৮ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৮৪ জন শিশুকে নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩ হাজার ১ শত ৮৪ জন শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হয়েছেু। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হয়েছে।