মাশরাফীর পাশেই মুশফিকের অবস্থান

40
9

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওয়ান ডেতে ২শ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড স্পর্শ করেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে ২শ’ ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

মুশফিকের অভিষেক ঘটে ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০১১ সালে টেস্ট, ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কত্ব পান মুশফিক। ২০১৭ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক থাকলেও, ২০১৪ সালে ওয়ানডে ও টি-২০ দলের দায়িত্ব থেকে মুশফিককে সরিয়ে দেয়া হয়।
এখন পর্যন্ত ২০০ ওয়ানডেতে ৬টি সেঞ্চুরিতে ৫৩৭৫ রান করেছেন তিনি। ব্যাটিং গড়- ৩৪ দশমিক ৬৭। এছাড়াও ৬৬টি টেস্ট ম্যাচে ৪০০৬ ও ৭৭টি টি-২০ ম্যাচে ১১৩৮ রান করেছেন মুশফিক।