শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

0
4

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ড্রেজার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) জনাব হাসিব সরকার।

জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরকৈজুরী গ্রামে আবাদি জমি থেকে সরকার নিষিদ্ধ অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ মাটি কাটা হচ্ছিল। ভুক্তভোগীরা সহকারী কমিশনার (ভুমি) জনাব হাসিব সরকারের কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের তীর ছিল স্থানীয় মৃত আবু সুফিয়ান প্রামাণিকের দুই ছেলে প্রভাবশালী মোহাম্মদ আলী ও শেখ সাদীর বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১২ টায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সহকারী কমিশনার ভুমি জনাব হাসিব সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান অভিযুক্তদের তিনদিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এর ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।