নিউজ ডেস্ক
পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পার হয়নি। এর মধ্যেই আর একটি অগ্নিকাণ্ডের শিকার হয়েছে মিরপুর ১৪ নম্বর সেকশনের ভাষানটেকে অবস্থিত বস্তি। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনীর নয়টি স্টেশনের ২১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে জানা যায়, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আগুনে পুড়ে যাওয়া বস্তির খাল থেকে আড়াই বছর ও আড়াই মাস বয়সী দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন থেকে রক্ষাপেতে তাড়াহুড়োয় আহত হয়েছে অনেকে।
ভাষানটেকের সরকারি জমির ডোবার উপর বস্তির শতাধিক ঘর পুড়েছে বলে জানা যায়। বস্তির ঘর পুড়ে যাওয়ায় আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বস্তিবাসী। এক বছর আগেও ঐ এলাকার বস্তিতে অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গিয়েছিল। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, বস্তিতে প্রায় এক হাজার ঘর রয়েছে।