স্টাফ রিপোর্টার
‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই শ্লোগানকে ধারণ করে নড়াইলে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৮মার্চ) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে আইন ও শালিস কেন্দ্রের (আসক) সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শহরের রাইফেলস্ ক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, স্থানীয় সরকার বিভাগ এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দার, এইচআরডিএফ নড়াইল জেলা শাখার সদস্য স্বপ্না রায়, আবদুস সাত্তার, আসাদ রহমান সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মানববন্ধন চলাকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, ‘নারীদের অধিকার প্রতিষ্ঠার কারনে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সমাজে প্রতিটি ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ রয়েছে। দেশের প্রধানমন্ত্রী আজ নারী। তবে সমাজে এখনও বাল্য বিয়ের কারনে নারী নির্যাতনের ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে। আমরা প্রত্যান্ত অঞ্চলের মানুষকে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বাল্য বিয়ে বন্ধ করতে পারলে সমাজ থেকে নারী নির্যাতন বন্ধ হবে এবং নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।