নড়াইলে নানা আয়োজনে পালিত হল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

2187
36

স্টাফ রিপোর্টার

“দুর্যোগ মোকবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। রবিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আবু রিয়াদ এর সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ আসাদ -উজ- জাম্মান মুন্সি,স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ- পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ বাকাহীদ হোসেন, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ মোঃ মনিরুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।