আইসিসি ২০১৮’র বর্ষসেরা নারী টি২০ দলের ক্যাপ পেলেন বাংলাদেশের রুমানা

494
21

স্পোর্টস ডেস্ক

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০১৮ বর্ষসেরা নারী টি-২০ দলের ক্যাপ পেলেন বাংলাদেশের রুমানা আহমেদ। রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের ডান হাতি লেগ স্পিনার রুমানা। ২০১৮ বর্ষপঞ্জিতে নারী ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ উইকেট শিকার করেন তিনি। আইসিসি ঘোষিত দলে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ পাঁচ জন ক্রিকেটার রয়েছেন। এছাড়া ভারতের তিন, নিউজিল্যান্ডের দুই এবং বাংলাদেশ ও ইংল্যান্ড থেকে একজন করে খেলোয়াড় নিয়ে এদলের ঘোষণা দেয় আইসিসি।