মালিতে বর্বরোচিত হত্যাকাণ্ডে ১৩৪ জন পশুপালক নিহত

1
17

নিউজ ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ মালির দুটি গ্রামে হামলায় কমপক্ষে ১৩৪ জন নিহত হয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। শনিবার (২৩ মার্চ) ওগোসসাগৌ ও উইলিংগারা গ্রামে ফুলানি গোত্রের পশুপালকদের ওপর এ বর্বরোচিত হত্যাকাণ্ড চালায় বন্দুকধারীরা জানায় কর্তৃপক্ষ।

রয়টার্স সূত্রে জানা যায়, বানকাসের নিকটবর্তী শহরের মেয়র মুলাই গুইন্দো বলেন, শনিবার ডনজো শিকারীদের পোশাক পরিহিত সশস্ত্র বাহিনী এই হামলাটি চালিয়েছে। তিনি জানান, প্রায় ভোর ৪টার (স্থানীয় সময়) দিকে ওগোসসাগৌ গ্রামের চারদিক ঘেরাও করে হামলা শুরু করে এই ডনজো পোষাকি বাহিনী। এরপর পাশের গ্রাম উইলিংগারাতে তারা হামলা চালায়। সূত্রে জানা যায়, হামলায় গর্ভবতী নারী থেকে শুরু করে শিশু ও বৃদ্ধসহ অনেকে নিহত হয়েছে।

ওগোসসাগৌ এর এক বাসিন্দা বলেন, গত সপ্তাহে চালানো এক হামলায় ২৩ সৈন্য নিহতের দায় আল কায়েদার অনুগত একটি গোষ্ঠী (শুক্রবার) স্বীকার করার জন্য এ হামলা চালানো হয়েছে।