নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনামূল্যে বই-খাতা ও চিকিৎসা সেবা প্রদান

648
62

স্টাফ রিপোর্টার

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বরাশুলা একতা যুব সংঘ। ২৬মার্চ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বরাশুলা শিুশুসদন কমপ্লেক্স চত্ত্বরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। গরীব, অসহায়, এতিম, দুস্থসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিনামূল্যে এ চিকিৎসাসেবা নিতে আসেন।

জানা যায়, তিনজন চিকিৎসক প্রায় একহাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। ৩টি কক্ষে সারিবদ্ধভাবে রোগীরা চিকিৎসকের সেবা নিচ্ছেন।পাশাপাশি চিকিৎসাপত্র অনুযায়ী সকল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করছেন যুব সংঘের কর্মীরা। এছাড়া শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে বই ও খাতা বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি রায়হান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, নারীনেত্রী আঞ্জুমান আরা, রবিউল ইসলাম খান, মাওলানা ইউসুফ আলী, রেজাউল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, মো.হিরোক খান প্রমুখ।