স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় ২দিন ব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।
কলেজ পর্যায়ে লোহাগড়া আদর্শ সরকারি মহাবিদ্যালয় ১ম ও নবগঙ্গা ডিগ্রী কলেজ ২য় এবং বিদ্যালয় পর্যায়ে দিঘলিয়া আদর্শ বিদ্যালয় ১ম ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ২য় স্থান লাভ করে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র এর সভাপতিত্বে সহকারি কমিশনার (ভ’মি), লোহাগড়া মোঃ আরাফাত হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হায়াতরজ্জামান, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৮টি ষ্টল খেলা হয়েছিল। মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের স্টলে তাদের উদ্ভাবনী নানা প্রযুক্তি ও যন্ত্রের প্রদর্শন করে।