স্টাফ রিপোর্টার
বনানীর অগ্নিকাণ্ড দুদিন না পেরোতেই গুলশান ১ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩০ মার্চ) রাজধানীর গুলশানে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটে সকাল ছয়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। মার্কেটের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিচ্ছে। সূত্রে জানা যায়, এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ১৪টি দল ঘটনাস্থলে পৌছেছে। ফায়ার সার্ভিস কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সাধারণ জনগণ আগুন নেভানোর কাজে সহায়তা করছেন। এদিকে রাস্তার চারপাশে উৎসুক জনতা ভীড় করছে। উল্লেখ্য, ২০১৭ সালের ৩ জানুয়ারি অগ্নিকাণ্ডে মার্কেটটির ২৩৪টির মত দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।