ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে কাঁচাবাজার পুড়ে ভস্মীভূত, তদন্ত কমিটি গঠন

0
11

নিউজ ডেস্ক

২০১৭ সালের ৩ জানুয়ারি আগুনে পুড়েছিল রাজধানীর গুলশানে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেট। পাকা মার্কেটে ২৩৪টি দোকানের সবগুলোই অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যবসায়ীরা। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি আবার চালু করা হয়। দুই বছর পেরতেই আজ শনিবার (৩০ মার্চ) ভোর ৬টার দিকে ডিএনসিসি মার্কেটে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অস্থায়ী কাঁচাবাজারের দেড়শর মতো দোকান পুড়ে যায়। আগুনে কাঁচাবাজারের সামনের গুলশান শপিং সেন্টারের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে সাড়ে ৬টা নাগাদ ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরো ৯টি ইউনিটসহ মোট ২০টি ইউনিট সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় নৌবাহিনী, ডিবি পুলিশ, গুলশান থানা পুলিশ, রেডক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবী জনতা।

সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ডিএনসিসি মার্কেটে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত গঠন করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবার কথা হয়েছে।

এদিকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, রবিবার, (৩১ মার্চ) থেকে রাজধানীতে যেসকব ভবন নিয়মবহির্ভূতভাবে তৈরি হয়েছে, সেগুলো ১৫ দিনের মধ্যে চিহ্নিত করা হবে। প্রয়োজনে এসব ভবন সিলগালা করে দেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর কোন ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং সেন্টারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট মালিক এবং দোকান মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া এই মার্কেটের সংস্কার কাজ করা হবে তিনি জানান।