রাজধানীতে কালবৈশাখী ঝড়ে দুইজন নিহত

0
22

নিউজ ডেস্ক

রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে কালবৈশাখী ঝড়ে দুইজন নিহত হয়েছেন। সূত্রে জানা যায়, ঝড়ে রাজধানীর পুরোনো পল্টনের একটি ভবন থেকে কয়েকটি ইট পড়ে মো. হানিফ (৪৫) নামের এক চায়ের দোকানদার নিহত হন। নিহত হানিফ বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার উলাদিয়া গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হানিফের দোকানের পাশে দাড়িয়েছিলেন থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সুজন। দুর্ঘটনার সাথে সাথে তিনি হানিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঝড়ে রাজধানীর শেরেবাংলা নগর লেক রোডে গাছ ভেঙ্গে লিলি ডি কস্তা নামের এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) জানে আলম মুন্সি বলেন, ওই নারীর মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।