নড়াইলে বিশ্ব পানি দিবস-২০১৯ পালিত

3
10

স্টাফ রিপোর্টার

“নদী খাল খনন করি, পানির আধার বৃদ্ধি করি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব পানি দিবস-২০১৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি পালন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ নেওয়াজ, পরিবার পরিকল্পনা বিভাগ, নড়াইলের উপ-পরিচালক মোঃ শামছুল আলম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।