১৫ দিনে সারাদেশে ৩৯ জন শিশুর ধর্ষণ

0
32

ডেস্ক/এমএসএ

২ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে ৪৭ জন কন্যা শিশু ধর্ষণ, যৌন হয়রানি বা লাঞ্চনার শিকার হয়েছে। গত ১৫ দিনে কমপক্ষে ৩৯ জন শিশুকে ধর্ষণের বলি হতে হয়েছে। মানবিক সংগঠন “মানুষের জন্য ফাউন্ডেশন” এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি ছয়টি জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করে বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করে। শিশুদের বিরুদ্ধে সহিংসপূর্ণ আচরণ বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে “মানুষের জন্য ফাউন্ডেশন”।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠু ও ন্যায়বিচারের অভাবে নারী ও শিশুদের প্রতি ধর্ষণ ও যৌন নির্যাতনের সংখ্যা দিন দিন বাড়ছে। যার ফলে নির্যাতিত নারী ও শিশু শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত ও প্রভাবিত হচ্ছে। পরিভাষা। এমজেএফ’র নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এদিকে সংগঠনটি ফেনী মাদ্রাসার শিক্ষার্থী নুসরত জাহান রফীর হত্যার দায়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।