স্টাফ রিপোর্টার
মেয়েদের শারীরীক-মানসিক এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নড়াইলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. শাহরিয়ার আলম। প্রধান অতিথি ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক ড.বিশ্বাস শাহিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, সহকারি জেলা শিক্ষা অফিসার মো.আপ্তাবুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক বিবেকানন্দবিশ্বাস, সমাজসেবক বিদ্যুৎ স্যান্নাল। বক্তব্য দেন অভিভাবক পপি সরকার, অনিতা রায়। স্বগত বক্তব্য দেন স্কুলে প্রধান শিক্ষক সমির কুমার গোলদার।
বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকসহ শিক্ষার্ধীদের এগিয়ে আসতে হবে। বিশেষ ভূমিকা নিতে হতে মায়েদেরই। ছাত্র-শিক্ষক এবং অভিভাকদের মধ্যে সমন্বয় থাকলে একটি শিক্ষাপতিষ্ঠানে শিক্ষার মান উন্নত হতে বাধ্য।তারা বলেন, মনোবিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।