বিনোদন ডেস্ক
২৬ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে “এ্যাভেঞ্জারসঃ এন্ডগেম”। মুক্তির আগে ও পরে বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছে মার্ভেল ইউনিভার্সের এই ২২তম চলচ্চিত্র। ডমেস্টিক বক্স অফিসে চব্বিশ ঘণ্টা না পেরোতেই ৬০ মিলিয়ন ডলার আয় করে ইতিহাসে প্রথম দিনে ডমেস্টিকে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়লো এই আমেরিকান সুপারহিরো নির্ভর সিনেমা। কমস্কোর অনুযায়ী, ২০১৫ সালে এই রেকর্ডটি গড়েছিল ডিজনির “স্টার ওয়ারস: দ্য ফোর্স এওয়েকেনস”। ছবিটি “ওপেনিং নাইটে” ৫৭ মিলিয়ন ডলার আয় করে, যেখানে “ইনফিনিটি ওয়ার”র সংগ্রহ ছিল ৩৯ মিলিয়ন ডলার। ২৫৮ মিলিয়ন ডলার আয় করে এখনো ওপেনিং উইকেন্ডে ডমেস্টিকসহ বিশ্বে সর্বোচ্চ আয়ের রেকর্ড দখল করে রেখেছে “ইনফিনিটি ওয়ার”। বিশেষজ্ঞরা ধারণা করছেন, “এ্যাভেঞ্জারসঃ এন্ডগেম” উইকেন্ডে যুক্তরাষ্ট্রে ২৬০ মিলিয়ন ও সারা বিশ্বে ৮০০ মিলিয়ন ডলার আয় করে পূর্বের সকল রেকর্ড ভেঙে ফেলবে। এদিকে অনেকেই বলছেন, প্রথম সপ্তাহে “এন্ডগেম” এক বিলিয়ন ডলার আয় করার সামর্থ্য রাখে।
বক্স অফিস মোজো সূত্রে জানা যায়, ইতোমধ্যে ৩৫০-৪০০ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা একদিন না পেরোতেই ৩০৫ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে। কারণ, সিনেমা মুক্তির আগেই “এন্ডগেম” এর অসংখ্য টিকিট বিক্রি হয়েছে। ফ্যান্ড্যাঙ্গো জানিয়েছে চলচ্চিত্রের ইতিহাসে মুক্তির আগে অন্য কোন সিনেমার টিকিট “এন্ডগেম” এর মত বিক্রি করা সম্ভব হয়নি।