স্টাফ রিপোর্টার
নড়াইল জেলা পুলিশের সাথে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নড়াইল পুলিশ লাইন্স মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ডিআইজি মহিদ উদ্দিন বলেন, পুলিশ জনগণের বন্ধু; এ কথা কাজে প্রমাণ করতে হবে। জনগণের দোরগড়ায় সেবা পৌঁছে দেয়ার মানসিকতা থাকতে হবে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এদিকে, নড়াইল পুলিশ লাইন্সের পতিত জমিতে ধান ও সবজি চাষ থেকে মুগ্ধ হয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মহিদ উদ্দিন বিপিএম (বার)। এছাড়া পুলিশ সুপারের বাসভবনের সামনে ‘পুলিশ মৎস্য অ্যাকুরিয়াম’ও দেখেন তিনি। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর এমন উদ্যোগে মুগ্ধ হন ডিআইজি মহিদ উদ্দিন।