নড়াইলে ঘূর্ণীঝড় ফণী মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি

0
65

স্টাফ রিপোর্টার

নড়াইলে প্রবল ঘূর্ণীঝড় ফণী মোকাবেলায় নড়াইল সদর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২মে) রাত ৮টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা ডাকা হয়েছে।

এ ব্যাপারে নেজারত ডেপুটি কালেক্টর ও জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমীন জানান, নড়াইল জেলার ওপর দিয়ে ঘূর্ণীঝড় ফণী আঘাত হানার সম্ভাবনা কম রয়েছে। তারপরও এ দুর্যোগ মোকাবেলায় সদর, লোহাগড়া এবং কালিয়া উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জরুরি প্রয়োজনে জেলার লোহাগড়া ও কালিয়া উপজেলায় মোট ৪াট সাইক্লোন সেল্টারে ২ হাজার মানুষের আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো ব্যবহার করা হবে। এ কাজে সম্পৃক্ত করতে বিভিন্ন এনজিও, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করা হবে।