নড়াইলে বোরো চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন

4
20

স্টাফ রিপোর্টার

নড়াইলে বোরো চাল (সিদ্ধ ও আতপ) সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন অনুষ্টিত হয়। সোমবার বিকালে সদর উপজেলা খাদ্য গুদামে সদর উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদারের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলেরর উপ-পরিচালক চিন্ময় রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৈয়েবুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাংবাদিক, মিল মালিকগণ, খাদ্য বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

জেলার মোট ৫৪ টি মিল মালিকের কাছ থেকে প্রতি কেজি সিদ্ধ ৩৬ টাকা ও আতপ-৩৫ টাকা দরে এ বছর মোট ৪ হাজার ১ শত ৯১ মেট্রিক টন (সিদ্ধ-৩৯০৮ ও আতপ-২৮৩) বোরো চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায়-১৯৮৭ মেঃ টন, কালিয়া ১২৬০ মেঃটন চাল ও লোহাগড়ায় ৯৪৪ মেঃটন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট-২০১৯ পর্যন্ত এ অভিযান চলবে।