নড়াইলে স্পোকেন ইংলিশ ও মেশন (রাজমিস্ত্রি) স্বল্প মেয়াদী কোর্সের উদ্বোধন

2
48

স্টাফ রিপোর্টার

নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্পোকেন ইংলিশ ও মেশন (রাজমিস্ত্রি) স্বল্প মেয়াদী কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহা-পরিচালক কে এম রুহুল আমিন।

নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শামীম আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, বাংলাদেশ টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি এনামুল কবির টুকু, বাংলাদেশ বেতার, খুলনার নড়াইল জেলা সংবাদদাতা সুজয় কুমার বকসী। এ সময় নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মেকানিক্যাল প্রশিক্ষক মোঃ সাইফুজ্জামান, ড্রাইভিং প্রশিক্ষক আব্দুল আহাদ, প্রশিক্ষন কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাগণ, প্রশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ২ মাসব্যাপী স্পোকেন ইংলিশ ও মেশন (রাজমিস্ত্রি) কোর্সে প্রতি ব্যাচে ৪০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করবে।