ছোট হয়ে যাচ্ছে চাঁদ!

3
5

ডেস্ক/এসএস

নাসার বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী দিন দিন ছোট হয়ে যাচ্ছে চাঁদ। তারা মনে করেন যে, জন্মের সময় যা চেহারা ছিল, তার থেকে অনেকটাই ‘পাতলা’ হয়ে গিয়েছে চাঁদ। তাদের হিসাবে প্রায় ১৫০ ফুট পাতলা হয়েছে চাঁদ। গত সোমবার নাসা প্রেরিত এলআরও (লুনার রিকনাইসেন্স অরবিটার) এর মাধ্যমে প্রেরিত ছবির মধ্যে প্রায় ১২ হাজার ছবি খুঁটিয়ে দেখে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তারা এও লক্ষ করেছেন যে চাঁদের উত্তরমেরুতে ইতিমধ্যে ফাটল সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, চাঁদের পৃথিবীর মতো সক্রিয় টেকটনিক প্লেট নেই। এই টেকটনিক প্লেটের মাধ্যমে পাহাড় পর্বত সৃষ্টি হয়ে আমাদের গ্রহটাকে উষ্ণ রাখে। কিন্তু চাঁদের ক্ষেত্রে তেমন কিছু নেই। আর তাই এখন পর্যন্ত সেখানে প্রাণ সৃষ্টির অনুকূল পরিবেশও তৈরি হয়নি। অন্যদিকে, দিনে দিনে চাঁদ একটু একটু করে আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে চাঁদের সৃষ্টির পর থেকেই উষ্ণতা হারাচ্ছে সে। যার ফলে চাঁদ শুকিয়ে যাচ্ছে এবং সংকুচিত হয়ে ছোট হয়ে যাচ্ছে।