স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১৮ মে) ডাবলিনে টুর্নামেন্টের ফাইনালে ক্যারিবিয়ানদের হারিয়ে প্রথম ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতে নিলো অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে আজকের জয়ের নায়ক ছিল সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। শুরুটা ভালোই করেছিল ইন্ডিজ। বৃষ্টিতে ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রানে ইন্ডিজের ইনিংস থেমে গেলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশের দরকার ছিল ২১০ রানের। শুরু থেকেই দৃঢ়তার সাথে ব্যাটিংকরছিল টাইগাররা। শেষে ৭ বল বাকি থাকতেই এই ঐতিহাসিক জয়ের লক্ষ্যে পৌছায় দল। সিরিজে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ওভারে ১৫২/১ (হোপ ৭৪, আমব্রিস ৬৯*, ব্রাভো ৩*; মাশরাফি ০/২৮, সাইফ ০/২৯, মুস্তাফিজ ০/৫০, মোসাদ্দেক ০/৯, মিরাজ ১/২২, সাব্বির ০/১২)
বাংলাদেশ: (লক্ষ্য ২৪ ওভারে ২১০) ২২.৫ ওভারে ২১৩/৫ (তামিম ১৮, সৌম্য ৬৬, সাব্বির ০, মুশফিক ৩৬, মিঠুন ১৭, মাহমুদউল্লাহ ১৯*, মোসাদ্দেক ৫২*; নার্স ০/৩৫, হোল্ডার ০/৩১, রোচ ০/৫৭, গ্যাব্রিয়েল ২/৩০, রিফার ২/২৩, অ্যালেন ১/৩৭)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ ৫ উইকেটে জয়ী। ৫ ছক্কা ও ২ চারে ২৪ বলে ৫২ রান করে ম্যাচ সেরা হয়েছেন মোসাদ্দেক।