কোহলিকে দলে নিতে চান মাশরাফী!

1
16

 

ডেস্ক/এসএস

সুযোগ পেলে অন্য দলের কোন ক্রিকেটারকে নিজের দলে নিতে চান – এমন প্রশ্ন করা হলে মাশরাফী বিন মোর্ত্তজা বেছে নেন বিশ্বের অন্যতম ব্যাটসম্যান ভিরাট কোহলিকে। আসন্ন বিশ্বকাপ ২০১৯ এ অংশগ্রহণকারী দশ দলের অধিনায়কদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। অনুষ্ঠানে সোফায় পাশাপাশি বসেছিলেন ১০ দলের অধিনায়ক। অনেক কথোপকথনের মাঝে উপস্থাপক অধিনায়কের উদ্দেশে একটি মজার প্রশ্ন করে বসেন। যদি কোন দেশের একজন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকে তাহলে কাকে নিতেন তারা। এমন প্রশ্নের উত্তরে মাশরাফী কোহলির দিকে আঙুল দিয়ে বলেছেন, তিনি সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকেই সুযোগ পেলে নিজের দলে নিতেন। একই সাথে নিজের বিশ্বকাপ দল নিয়ে যে তিনি যথেষ্ট খুশি সেটা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দলে দারুণ সব ক্রিকেটার আছে। বেশ ক’জন সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি তরুণেরাও উঠে আসছে। যারা দারুণ ক্রিকেট খেলছে। অভিজ্ঞতা আর তারুণ্য মিলিয়ে দারুণ মিশেল আছে আমাদের দলে। আয়ারল্যান্ডে হয়ে যাওয়া গত সিরিজেও সবাই ভালো খেলেছে। আশা করছি বিশ্বকাপটাও ভালোভাবে শুরু করতে পারব। ২ জুন ফাফের (ডুপ্লেসিস) দলের বিপক্ষেই তো আমাদের শুরু। আশা করছি ভালো শুরুই হবে।’

কিন্তু মাশরাফী ভিরাট কোহলিকে দলে নিতে চাওয়ার কথা বললে ও কোহলি বলেছেন অন্য কথা। একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোহলি বলেন, ‘প্রশ্নটার জবাব দেওয়া কঠিন। আমাদের এই দলটাকেই যথেষ্ট ভালো মনে করি আমরা। একজনকে যদি নিতেই হয়, এখনকার ক্রিকেটারদের মধ্যেই কি নিতে হবে? নাহলে আমি এবি ডি ভিলিয়ার্সের কথাই বলতাম, কিন্তু ও তো অবসর নিয়ে নিয়েছে। এখনকার মাঝে হলে ফাফ ডু প্লেসিসকে নিতাম। আমার ভালো বন্ধু।’