দুস্থদের মাঝে ইফতার বিতরণ করলো ঢাকস্থ নড়াইলবাসী

642
115

নিজস্ব প্রতিবেদক

“নড়াইল থাকে চিত্রার বাকে, এক টুকরো নড়াইল যেন ঢাকার বুকে” শ্লোগানকে সামনে রেখে ঢাকাস্থ নড়াইলবাসীর আয়োজনে ও “নড়াইল জেলা” ফেসবুক গ্রুপের সহযোগিতায় ঢাকা তেজগাঁও কলেজ অডিটরিয়ামে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বিকাল থেকেই ঢাকার আকাশে বৃষ্টি শুরু হয়। যার ফলে রাস্তায় রাস্তায় ইফতার বিতরণ করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিবন্ধকতার মাঝে স্বেচ্ছাসেবক দল বৃষ্টিতে ভিজে দুস্থদের মাঝে ইফতার পৌছে দেন।

এর আগে তেজগাঁও কলেজ অডিটরিয়ামে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত নানা পেশার নড়াইলবাসী ভাই ও বোনেরা। উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রলীগ সহ সভাপতি এনামুল ইসলাম এনাম। মোঃ সৌরভ হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল হিউম্যান রাইটস, লোহাগড়া উপজেলা শাখা। তরিকুজ্জামান রেজা, তানভীর আহম্মেদ, সুমন, ইতি, সাইফ জামান, আশিক, সাব্বির, মাসুম, বাংলাদেশ র‍্যাবের সদস্য শিকদার মনির, ব্যাংকার আল আমিন সহ আরো অনেকেই।

ইফতার ও দোয়ার পূর্বে বক্তব্য রাখেন (নড়াইল জেলা – Narail Zila) ফেসবুক গ্রুপের এডমিন আব্দুল্লাহ ফছিয়ার আব্দুল্লাহ। তিনি বলেন- নড়াইল জেলার ভাই বোনদের এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে আজ আমি সত্যিই আনন্দিত। এমন আয়োজনে মনে হচ্ছে নিজ জেলার নিজ গ্রামে বন্ধুদের সাথে মিলে মিশে ইফতার করছি। আজ এই মহান ইফতার মাহফিলে আমরা সবাই যোগ দিয়ে প্রমাণ করলাম নড়াইলবাসী চাইলে সব করতে পারে। এসময় এনামুল হক এনাম বলেন, আমরা এখানে একত্রিত হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এবং নড়াইল জেলা ফেসবুক গ্রুপ কে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারিকুজ্জামান রেজা। তিনি এমন আয়োজনে মুগ্ধ হয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। নড়াইলে জেলা গ্রুপের প্রশংসা করেন। সকল ভালো কাজে যেন জেলা গ্রুপ অগ্রণী ভূমিকা পালন করেন এবঙ এভাবেই নড়াইল জেলাকে তুলে ধরেন এমনটাই প্রত্যাশা কামনা করেন।

এমন আয়োজনে শরিক হতে পেরে সকলেই (নড়াইল জেলা ফেসবুক গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করার প্রতিশ্রুতি জ্ঞাপন করেছেন ঢাকাস্থ নড়াইলবাসী।

নড়াইল জেলা গ্রুপের সিনিয়র অ্যাডমিন মোঃ সিরাজুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করছেন ঢাকাস্থ নড়াইলবাসীদের জন্য। অশেষ ধন্যবাদ জানিয়েছেন সকল স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি।