নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

3
27

স্টাফ রিপোর্টার

নড়াইলে চলমান খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের আওতায় বোরো ধান ক্রয় শুরু হয়েছে। আজ (২৬ মে) বেলা সাড়ে ১০টায় সদর খাদ্যগুদামে কৃষকদের নিকট থেকে সরসরি ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো শরফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনতোষ মজুমদার, নড়াইল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও এফবিবিসিআই এর পরিচালক মোঃ হাসানুজ্জামান, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৈয়বুর রহমান, কৃষক সমবায় সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নড়াইল জেলার ৫টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে ১৪শ’ ৫৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রকৃত কৃষকের নিকট থেকে সরাসরি ২৬/- টাকা কেজি (প্রতি মন-১০৪০/- টাকা) দরে বোরো ধান ক্রয় করা হচ্ছে।