কালিয়ায় কৃষকরা বিনামূল্যে সেচের আওতায়

0
23

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় ত্রাণ, দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টিআর বরাদ্দের অর্থায়নে কৃষি কাজে ব্যবহারের জন্য সৌর বিদ্যুৎ প্রকল্পের ৩৬টি প্যানেল নির্মাণ করা হচ্ছে। উপজেলার বাবরা দক্ষিণডাঙ্গা সৌর বিদ্যুতের এ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার বাবরা কৃষি কল্যাণ সমবায় সমিতির নামে ১০হর্স পাওয়ারের এ সৌর বিদ্যুৎ সেচ পাম্প প্রকল্পটি বরাদ্দ দেয়া হয়েছে। ২০১৮-১৯অর্থ বছরে টিআর থেকে সাবেক সংরক্ষিত মহিলা এমপি ফজিলাতুন্নেছা বাপ্পী ১৩লক্ষ ৭৪হাজার ৪’শ ২০টাকা বরাদ্দ দেন। এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুল ইসলাম বলেন, ‘প্রকল্পের গুনগতমান সন্তোষজনক। ঈদের এক সপ্তাহ পর জেলা প্রশাসককে দিয়ে শুভ উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বস্তবায়ন হলে ওই এলাকার প্রায় ৫০একর জমির কৃষকরা বিনামূল্যে সেচের আওতায় আসবেন এবং উপকৃত হবেন।