নড়াইলে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে ‘স্বপ্নের খোঁজে’ পরিবারের দোয়া ও ইফতার

157
17

স্টাফ রিপোর্টার

নড়াইলে ‘স্বপ্নের খোঁজে’ পরিবার নামক বেসরকারি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কর্তৃক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ জুন) সন্ধ্যায় নড়াইল শহরের দানাপানি রেস্টুরেন্টে শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল গণপূর্ত অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ খাইরুজ্জামান, সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শক্তিপদ বিশ্বাস, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামরুজ্জামান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ। এ অনুষ্ঠানে নড়াইলের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘স্বপ্নের খোঁজে’ পরিবারের পক্ষ থেকে এস.এম শাহ পরান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। আগামীতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।” উল্লেখ্য যে, নড়াইলে বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে ‘স্বপ্নের খোঁজে’ পরিবার। তাদের এ সমাজসেবামূলক কর্মকা- ইতোমধ্যে নড়াইলে প্রশংসা কুড়িয়েছে। তাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন নড়াইলের সুশীল সমাজ।