নড়াইলে ১৭০ জন পেশাজীবী গাড়ী চালককে দক্ষতা, সচেনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান

1
14

স্টাফ রিপোর্টার

নড়াইল পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা, সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর ও নড়াইল সার্কেল এর আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর ও নড়াইল সার্কেলের সহকারী পরিচালক কাজী মোরছালিন, সিভিল সার্জন অফিসের ভারপ্রাপ্ত মেডিকেল কর্মকর্তা ডাঃ অলোক বাগচি, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, সরকারি কর্মকর্তা, বিআরটিএ এর কর্মকর্তা-কর্মচারি, প্রশিক্ষণার্থী এ সময় উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে জেলার ১৭০ জন পেশাজীবী গাড়ী চালককে দক্ষতা, সচেনতা বৃদ্ধিমূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।