নড়াইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

6
16

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নড়াইল জেলা আওয়ামী লীগের উদ্যেঅগে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় একশত প্রতিযোগী রঙের ব্যবহারে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধু, ঐতিহাসিক ৭মার্চের ভাষণ ও প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলে। এছাড়া অর্ধশতাধিক প্রতিযোগী কবিতা আবত্তিতে অংশগ্রহণ করেন। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শুদ্ধস্বরে জাতীয় সংগীত ও দেশাত্মোবোধক গানের প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে পুরষ্কৃত করা হবে।

অনুষ্ঠানে নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা আওয়ামী লীগের তথ্যসেল প্রযুক্তি সেলের পরিচালক ইঞ্জিনিয়ার খশরুল আলম পলাশ, অভিভবাকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।