নিউজ ডেস্ক
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে আবাসিক ভবনের দেয়াল ধসে চার শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে পুলিশ জানিয়েছে, যে ভবনের দেয়াল ধসে পড়েছে তার কাছেই অপর একটি ভবণের নির্মাণ শ্রমিকদের থাকার জন্যে টিনের ছাউনি তৈরি করা হয়েছিল। তার উপরেই ৬০ ফুট উচ্চতার একটি দেয়াল ধসে পড়ে। এসময়ে শ্রমিকেরা ঘুমাচ্ছিল।
ধারণা করা হচ্ছে, গত দুদিনের টানা বৃষ্টির কারণে দেয়ালটি ধসে পড়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। তাদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে পাওয়া যায় কিনা সে কারণে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেয়ারও ঘোষণা দিয়েছে।