ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে নড়াইলের রাজু

516
186

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি শুক্রবার (২৮ জুন) প্রকাশ করা হয়েছে। ২৭১ সদস্য বিশিষ্ট কমিটি ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী অনুমোদনকৃত কমিটিত উপ-দপ্তর সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন নটড়ডেম বিশ্বাবিদ্যালয় বাংলাদেশ এর আইন বিভাগ এর ৩য় বর্ষের মেধাবী ছাত্র নড়াইলের ছেলে মেহেদী হাসান রাজু। ২০১৮ সালের ১১ ও ১২ মে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। একই বছরের ৩১ মেহেদী হাসানকে সভাপতি ও জোবায়ের আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

মেহেদী হাসান রাজু’র গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার তেলিঙ্গানা গ্রামে। রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক তিনি। স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্টতা ছিল তার। নিজের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে মেহেদী হাসান রাজু বলেন, ভবিষ্যতেও পরিচ্ছন্ন রাজনীতি করে যেতে চান তিনি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, দেশরত্ন শেখ হাসিনার ২০৪১ ভিশনকে সামনে রেখে কাজ করে যেতে চান। ভবিষ্যতে যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করে যেতে পারেন এবং পাশাপাশি একজন ভালো আইনজীবী হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন, সেই জন্যে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।