স্পোর্টস ডেস্ক
২২৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৫ ওভার শেষে ৬ উইকেটে ১৮২ রান করে পাকিস্তান। জয়ের জন্য পাকিস্তানের ৪ উইকেটে ৩০ বলে ৪৬ রানের দরকার ছিলো। এসময় সবাইকে বিস্মিত করে দেন আফগানিস্তানের অধিনায়ক ডান-হাতি পেসার গুলবাদিন নাইব। ৪৬তম ওভারেনএসে ১৮ রান দিয়ে পাকিস্তানকে জয়ের পথ দেখান তিনি। শেষ ওভারেও সহজ রান আউট হাতছাড়া করেন এই অধিনায়ক। যেখানে দলের স্পিনাররা ভালো বোলিং করার পরও তাদের ওভার বাকি থাকার পরও নিজের খারাপ ইকোনমি নিয়ে বল করতে আসেন নাইব। তার দেয়া ৪৫ ওভারের ১৮ রান খরচেই হারের দিকে যায় আফগানিস্তান। শেষ পর্যন্ত ২ বল বাকী রেখেই ৩ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালে যাবার পথ কিছুটা শক্ত করলো পাকিস্তান। ৮ খেলায় ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো পাকিস্তান। সমানসংখ্যক ম্যাচে ইংল্যান্ড ৮ নিয়ে পঞ্চম ও ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে নেমে গেল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ৫০ ওভারে ২২৭/৯ (রহমত ৩৫, গুলবাদিন ১৫, শাহিদি ০, ইকরাম ২৪, আসগর ৪২, নবি ১৬, নাজিবউল্লাহ ৪২, সামিউল্লাহ ১৯*, রশিদ ৮, হামিদ ১, মুজিব ৭*; ওয়াসিম ১০-০-৪৮-২, আমির ১০-১-৪১-০, আফ্রিদি ১০-০-৪৭-৪, হাফিজ ২-০-১০-০, ওয়াহাব ৮-০-২৯-২, শাদাব ১০-০-৪৪-১)
পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২৩০/৭ (ফখর ০, ইমাম ৩৬, বাবর ৪৫, হাফিজ ১৯, হারিস ২৭, সরফরাজ ১৮, ওয়াসিম ৪৯*, শাদাব ১১, ওয়াহাব ১৫*; মুজিব ১০-১-৩৪-২, হামিদ ২-০-১৩-০, গুলবাদিন ৯.৪-০-৭৩-০, নবি ১০-০-২৩-২, রশিদ ১০-০-৫০-১, সামিউল্লাহ ৮-০-৩২-০)। ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: ইমাদ ওয়াসিম