স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলা খাদ্য গুদামের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুলাই) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ২১লিটার (৪২বোতল) বাংলা মদ উদ্ধার করা হযেছে। আলিম চৌধুরী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। আলিম উপজেলার চেরখালি গ্রামের মহি চৌধুরীর ছেলে বলে পুলিশ জানায়।পিতার নাম সঠিক থাকলেও অনুসন্ধানে তার প্রকৃত ঠিকানা জানা যায়,অত্র জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মঙ্গলপুর গ্রামে ।
কালিয়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, ‘মাদক ব্যবসায়ী আলিম চৌধুরীকে ৪২ বোতল (২১ লিটার) বাংলা মদসহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।