রাজধানীতে মীনা বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের শাস্তি ও জরিমানা

2134
30

নিউজ ডেস্ক

রবিবার (১৪ জুলাই) রাজধানীর সুত্রাপুর থানাধীন শ্যামবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার নেতৃত্বে সহকারী পরিচালক আফরোজা রহমান এবং সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল এই অভিযান তদারকি করেন।

অভিযানে ঢাকা মহানগরীর সুত্রাপুর থানাধীন শ্যামবাজারের পিঁয়াজ, রসুন, আদার আড়তে অভিযান চালিয়ে মূল্য তালিকা না টানানোর অপরাধে ৭ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও শান্তিনগর এলাকায় মীনা বাজার সুপার শপকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রসেসিং করার অপরাধে ১লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত তদারকি কাজে এপিবিএন-১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।