নড়াইলে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন, সেরা ভিক্টোরিয়া কলেজ

2234
385

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলায় এইচএসসি পরীক্ষায় ১২৩ ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে সব চেয়ে বেশী ৬৯জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া নড়াইল সরকারি মহিলা কলেজ থেকে ৮জন, লোহাগড়া সরকারি কলেজ থেকে ৭জন, লোহাগড়া নবগংগা কলেজ থেকে ৭জন, বড়দিয়া মানিক মিয়া কলেজ থেকে ৭জন, সদরের আশার আলো কলেজ থেকে ৪জন, মাইজপাড়া আদর্শ ডিগ্রি কলেজ থেকে ৪জন, মির্জাপুর আদর্শ কলেজ থেকে ৪জন, গোবরা মিত্র কলেজ থেকে ৩জন, শহীদ আব্দুস ছালাম ডিগ্রি কলেজ থেকে ৩জন, ইতনা স্কুল এন্ড কলেজ থেকে ২জন, মনোরঞ্জন কাপুড়িয়া কলেজ থেকে ১, লাহুড়িয়া কলেজ থেকে ২জন, লক্ষীপাশা মহিলা কলেজ থেকে ১জন এবং বল্লারটোপ কলেজ থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে।

জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৩২০জন। মোট পাশ করেছে ৪ হাজার ২৬৩জন। এবার জেলায় ছাত্রদের থেকে ছাত্রীরা বেশী পাশ করেছে। এদের মধ্যে ২ হাজার ২১৫জন ছাত্রী এবং ২হাজর ৫১জন ছাত্র পাশ করেছে।