স্টাফ রিপোর্টার
নড়াইলে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী ও নৈতিকতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় নড়াইল সরকারি মহিলা কলেজ ‘মাল্টিপারপাজ হল’ এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। প্রধান অতিথি তাঁর বক্তব্যকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা শুধু বাবা মা’র কাছে মিথ্যা কথা বলবে না।’ ‘ফেসবুক থেকে বেরিয়ে এসে টেক্সবুকে নিজেকে নিয়মিত করো, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সর্তকতা অবলম্বন করবে, হুটহাট করে আবেগ বশত: হয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না।’ ‘এসব দিকগুলি ঠিকঠাক থাকলে তোমাদের জীবনে কারো কোন অসুবিধা হবে না ইনশাল্লাহ্।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নড়াইল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আজিম উদ্দিন, দুদক সমন্বিত যশোর জেলার সহকারি পরিচালক মো. মাহফুজ ইকবাল, নড়াইল সরকারি মহিলা কলেজের বাংলার সহকারি অধ্যাপক পিযুষ কুমার দাস, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মো. আলী হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নড়াইল কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, দুপ্রক কমিটির সদস্য ও সাংবাদিক মুন্সি আসাদুর রহমান, দুদক সমন্বিত যশোর জেলার সহকারি পরিদর্শক মো. মনিরুল ইসলাম, অত্র কলেজের ২য় বর্ষের ছাত্রী মিথি সহ প্রমুখ।
মতবিনিময় শেষে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষকসহ সকলকে শপথবাক্য পাঠ করান নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিক। নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রায় ৩শত শিক্ষার্থী, কলেজের শিক্ষকমন্ডলী, সাংবাদিক উপস্থিত ছিলেন।