স্টাফ রিপোর্টার
দীর্ঘ ৩৬ বছর পর সারাদেশে ৪হাজার ৩১২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ র্যালি ও শোকরানা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, নড়াইল জেলা শাখার আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শোকরানা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা শাখার সভাপতি মুফতি কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, প্রধান বক্তা বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ শামছুল আলম, সম্মানিত অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওঃ আব্দুর রহমান, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ সাদেকুর রহমান, কালিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে ৪হাজার ৩১২টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘ ৩৬ বছর ধরে নামমাত্র অনুদানে পাঠদান চালিয়ে আসছিলো। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইবতেদায়ী শিক্ষকদের দু:খ-দুর্দশা ও মানবেতর জীবন যাপনের খবর নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এসব শিক্ষকদের প্রাইমারী স্কুলের শিক্ষকদের ন্যায় জাতীয় স্কেল অনুযায়ী বেতন প্রদানের ঘোষণা দিয়েছেন। এজন্য সমস্ত শিক্ষকরা প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দীর্ঘায়ু কামনা করেছেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।