স্পোর্টস ডেস্ক
লাসিথ মালিঙ্গার বিদায়ী ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯১ রানে জিতেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। নিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন মালিঙ্গা। আগে বাঁ-হাতি ব্যাটসম্যান কুশল পেরেরার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। ৯৯ বলে ১১১ রান করেন পেরেরা। জবাবে মুশফিকের ৬৭ ও সাব্বির রহমানের ৬০ রানের পরও ৫০ বল হাতে থাকতে ২২৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
পরাজয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। এদিকে নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ইনজুরির কারণে ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকাতে সফরে আসার আগ মূর্হুতে অধিনায়কত্ব পান তামিম। তাই বাংলাদেশের ১৪তম অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১৪/৯ (ফার্নান্দো ৭, করুনারত্নে ৩৬, কুসল পেরেরা ১১১, কুসল মেন্ডিস ৪৩, ম্যাথিউস ৪৮, থিরিমান্নে ২৫, থিসারা পেরেরা ২, ধনাঞ্জয়া ১৮, মালিঙ্গা ৬*, প্রদিপ ০*; শফিউল ৯-০-৬২-৩, মিরাজ ৯-০-৫৬-১, রুবেল ৯-০-৫৪-১, মোসাদ্দেক ৭-০-৪৫-০, মুস্তাফিজ ১০-০-৭৫-২, সৌম্য ৫-০-১৭-১, মাহমুদউল্লাহ ১-০-৪-০)।
বাংলাদেশ: ৪১.৪ ওভারে ২২৩ (তামিম ০, সৌম্য ১৫, মিঠুন ১০, মুশফিক ৬৭, মাহমুদউল্লাহ ৩, সাব্বির ৬০, মোসাদ্দেক ১২, মিরাজ ২, শফিউল ২, রুবেল ৬*, মুস্তাফিজ ১৮; মালিঙ্গা ৯.৪-২-৩৮-৩, প্রদিপ ৯-১-৫১-৩, থিসারা ৬-০-৩৬-০, কুমারা ৭-০-৪৫-১, ধনাঞ্জয়া ১০-০-৪৯-২)।