স্টাফ রিপোর্টার
নড়াইলে দুই শিশুসহ চারজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো-নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের ননীক্ষীর গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের মেয়ে বিপাশা বিশ্বাস (৮) এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের রাকিবুলের ছেলে মেহেদি হাসান (৮)। তারা বাড়িতেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। অন্য দু’জন ঢাকা থেকে আক্রান্ত হয়ে গতকাল সোমবার বিকেলে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আ ফ ম মশিউর রহমান বাবু জানান, ওই দুই শিশু স্থানীয় ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এছাড়া সোমবার বিকেলে ভর্তি হওয়া দু’জন ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছেন। ডেঙ্গু প্রতিরোধে একটি মেডিক্যাল টিম প্রস্তুত আছে। নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।