নড়াইল হাসপাতালে ১ শিশুসহ ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি, ২জনকে খুলনায় প্রেরণ

1
47

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর হাসপাতালে এক শিশুসহ ১২জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। শুক্রবার ২ আগস্ট সকাল পযর্ন্ত ডেঙ্গু আক্রান্ত এ সব রোগি ভর্তি করা হয়। এদের মধ্যে এক শিশু স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, লোহাগড়া উপজেলার শরসুনা গ্রামের শিশু জামিলা (৮) স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। অন্য ১২ জন ঢাকা থেকে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে থেকে লোহাগড়া উপজেলার নোয়াগ্রামের খান জাহিদের ছেলে মুশফিকুর রহমান (২৩) ও সদরের তালতলা আউড়িয়া গ্রামের উজ্জল খন্দকারের ছেলে শিমু (২৫)কে খুলনায় প্রেরণ করা হয়েছে।

সদর হাসপাতালের আরএমও আ ফ ম মশিউর রহমান জানান, শিশুটি স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। হাসপাতালে পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে। শুক্রবার সকাল পর্যন্ত ভর্তি হওয়া ১২ুজন ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২জনকে খুলনায় প্রেরণ করা হয়েছে। বাকী ১০জন পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে একটি মেডিকেল টিম প্রস্তুত আছে। নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়েছে।