স্টাফ রিপোর্টার
নড়াইল জেলায় ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ জুলাই) জেলা পুলিশের নড়াইলের আয়োজনে র্যালীটি পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাবে এসে শেষ হয়। পথিমধ্যে জন সচেনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আজনুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ আসাদ উজ জামান মুন্সি, গণপূর্ত নড়াইলে নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব, জেলা পুলিশের কর্মকর্তাগণ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
পথ সভায়বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে নিজের বাড়ীসহ আশ-পাশ পরিস্কার পরিচ্ছনতা করুন এবং অপরকে করতে বলুন, সকলকে খেয়াল রাখতে হবে কোথায় যেন পানি না জমে, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। এছাড়া কোন প্রকার গুজবে কান না দিয়ে আইনকে নিজের হাতে তুলে না নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। যদি কাউকে সন্দেহ হয় তাহলে পুলিশ প্রশাসনকে খবর দেয়ার জন্য বলা হয়।