স্টাফ রিপোর্টার
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রমা রনী রায়ের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরার পরিচালনায় বক্তৃতা করেন প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, জেলা মহিলা সংস্থর চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদের সদস্য রওশন আরা লিলি, নাজনীন সুলতানা রোজী, আঞ্জুমান আরা, কালিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউসুল আযম মাসুম, জেলা মহিলা যুবলীগের আহবায়ক নাছিমা হক পলি প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ‘১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছিলো ঘাতকরা। সেদিন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাইরে থাকায় জীবনে বেঁচে গিয়েছিলেন। আজ আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে জোরালো ভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কর্মকান্ডকে শক্তিশালী করতে হবে। বিগত সময়ে বিরোধী দল ক্ষমতায় থাকাকালে যারা নির্যাতিত হয়েছে, বঞ্চিত হয়েছে তাদেরকে মুল্যায়ণ করতে হবে। কোন হাইব্রিড যাতে দলে এসে ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।’ কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।