অবশেষে নড়াইলে তিন পৌরসভার কর্মবিরতি প্রত্যাহার

0
15

স্টাফ রিপোর্টার

সরাদেশের ন্যায় নড়াইলের তিনটি পৌরসভায় টানা ২৫দিন কর্মবিরতির পর অবশেষে প্রত্যাহার করা হয়েছে। নড়াইল সদর,কালিয়া ও লোহাগড়া পৌরসভার কর্মবিরতির ফলে নাগরিক সেবা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। ১৪জুলাই থেকে ৩২৮টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে কর্মবিরতি শুরু করে। যা প্রত্যাহার করে মঙ্গলবার থেকে কর্মস্থলে যোগ দিয়েছে।

তিনটি পৌরসভার রাস্তাঘাট, হাট-বাজার ও অলি-গলিতে ময়লা আবর্জনা জমে দূর্গন্ধ ছড়াচ্ছে। কালিয়া পৌর শহরের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শহরে দুর্গন্ধের কারণে ডায়রিয়া, ড্রেনের জমে থাকা ময়লা পানিতে ডেংগু মশার উৎপত্তিসহ সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বয়স্ক ও শিশুরা।

নড়াইল জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টিটো বলেন, ‘আমাদের দাবী সরকার বিবেচনার আশ্বাষ দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।’